বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
গবাদিপশু পালনের মাধ্যমে প্রোটিনের চাহিদা পূরণ করুন
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৫ PM

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী বলেছেন এক ইঞ্চি আবাদি জমিও যেন অনাবাদি না থাকে। তার পাশাপাশি অন্যান্য যে খাদ্য তার ব্যবস্থা করা।প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আমরা একটা পরিকল্পনা নিয়েছি।

এ প্রদর্শনীর মাধ্যমে মানুষকে উৎসাহিত করা। তারা যেন জমি অনাবাদি না রেখে ঘরের মধ্যেও হাঁস, মুরগী, গরু, ছাগলসহ গবাদি পশু পালন করে বাংলাদেশের প্রোটিনের চাহিদা পূরণ করে।সে লক্ষেই আজকের এ আয়োজন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে শনিবার সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে মন্ত্রী পৌঁনে ছয়টায় অনুষ্ঠান স্থলে উপস্থিত হলে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ জুয়েল মজুমদার মন্ত্রীকে স্বাগত জানান। পরে আইনমন্ত্রী আনিসুল হক প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারওয়ার, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদ  উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

প্রদর্শনীতে ২৯টি স্টলে উদ্যোগক্তারা নিজ নিজ স্টলে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, মহিষ, গাড়ল, হাসঁ-মুরগী, পাখি ও প্রাণিদের স্বাস্থ্য সেবায় ভেটেরিনারী ঔষধ প্রদর্শন করেন।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গবাদিপশু   প্রোটিন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত