সোনাগাজী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ও প্রাণিসম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিপি) সহযোগিতায়। রবিবার সোনাগাজী পৌরসভার ১নং ওয়ার্ড প্রাণিসম্পদ কৃষক মাঠ স্কুলে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তিকরণ পিজি গ্রুপের এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নেবু লাল দত্ত ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. দীপ্ত সাহা। এসময় উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা ডেইরি এসোসিয়েশনের সভাপতি নাছির উদ্দিন অপু, সাধারণ সম্পাদক ওসমান গাজী চৌধুরী, চরচান্দিয়া ইউপি সদস্য আকবর হোসেন প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় ৬০ জন খামারি অংশগ্রহণ করেন। খামারিরাও যেন নারী-পুরুষ নির্বিশেষে সকলের মধ্যে সম্পদের অধিকার, সুযোগ-সুবিধা এবং সব ক্ষেত্রে অংশগ্রহণমূলক ভাবে গড়ে তোলার লক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
বাবু/জেএম