নড়াইলের নড়াগাতিতে একটি পোলট্রি খামারে অজ্ঞাত দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে মারা গেছে ১২০০ মুরগি। গত রোববার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে নড়াগাতী থানার বি-পাটনা গ্রামে বাড়ির অদূরে রাজিব খানের খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় আট লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি খামারমালিক রাজিব খানের। রাজিব খান ওই গ্রামের আজম খানের ছেলে।
ভুক্তভোগী রাজিবের পিতা আজম খান জানান, রাত ৩টার দিকে বৃষ্টি নামলে জ্বালানি উঠিয়ে ঘরে গেলে কুকুর ডাকাডাকির পাশাপাশি ফট ফট শব্দ শুনতে পাই। তখন জানালা খুলে দেখি বাড়ির পূর্বপাশে আমাদের মুরগীর খামারে আগুন জ্বলছে। অতঃপর চিৎকার দিয়ে বাইরে এসে প্রতিবেশীদের ডেকে আগুন নেভানোর চেষ্টা করি। কিন্তু ততক্ষণে সব পুড়ে শেষ।
আমার ছেলের বউ রানী বেগম অজ্ঞাত ৩ থেকে ৪ জনকে উত্তর দিকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছে বলে জানায়। তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। প্রতিবেশী লাবনী চৌধুরী জানান, রাত ৩টার দিকে টিন পোঁড়ার শব্দে এসে দেখি গাছের ওপরে আগুন উঠে গেছে।
ভুক্তভোগী খামার মালিক ইউপি সদস্য রাজিব খান বলেন, আমি বড়দিয়া ভাড়া বাসায় থাকি। রাতে খামারে আগুন লাগার খবর পেয়ে এসে দেখি আমার ৮০ হাত দৈর্ঘের ঘরসহ ১ ২০০ মুরগি সব পুড়ে শেষ হয়ে গেছে। এতে আমার আট লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাবু/জেএম