মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
ভোলাহাটে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:০৭ PM
‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ স্লোগান নিয়ে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ ফ্রেব্রুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রানিসম্পদ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাব্বুল হোসেন, ওসি মো. সেলিম রেজা চৌধুরী, জেলা পরিষদ সংরক্ষিত আসনের সদস্য মোসা. সাবিহা শবনম কেয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইয়াসিন আলী শাহ, জেলা পরিষদ সদস্য মোসা. হোসনে আরা পাখি। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ। প্রদর্শনীতে ২৮টি স্টল বসানো হয়।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  প্রাণিসম্পদ   প্রদর্শনী   মেলা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত