বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় আটক ২
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২৭ PM
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের তুলাতলি খালে বিষ দিয়ে মাছ ধরার সময় দুই জেলেকে হাতেনাতে আটক করেছে বনরক্ষীরা। সুন্দরবন বিভাগের কাছ থেকে পাস-পারমিট নিয়ে বনে মাছ ধরতে যাওয়া এই দুই জেলের কাছ থেকে ৮ বোতল বিষ ও বিষ দিয়ে শিকার করা ২০ কেজি মাছ জব্দ করা হয়।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সুন্দরবনের ধানসাগর স্টেশনের বনরক্ষীরা তাদের আটক করেন। আটককৃত জেলেরা হলেন-বাগেরহাটের শরণখোলা উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের সজিব হাওলাদার (২১) ও লুৎফর তালুকদার (৫২)। এছাড়া আরেক জেলে একই এলাকার শাহিন (৩৬) বনের মধ্যে পালিয়ে যায়।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শহিদুল ইসলাম জানান, আটককৃত জেলেরা বন বিভাগ থেকে পাস-পারমিট নিয়ে সুন্দরবনের তুলাতলা খালে বিষ দিয়ে মাছ ধরছিল। ধানসাগর স্টেশন কর্মকর্তার নেতৃত্বে বনরক্ষীদের একটি দল নিয়মিত টহল দেয়ার সময় ওই দৃশ্য দেখে ফেলে তাদের হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

এসময় তাদের কাছ থেকে দুই বোতল ব্যবহৃতসহ আট বোতল কিটনাশক (বিষ) ও বিষ দিয়ে শিকার করা ২০ কেজি চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ, একটি বেসালি জাল ও একটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়। আটকৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

সুন্দরবনের ধানসাগর স্টেশন কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দ করা মাছ কেরোসিন দিয়ে এবং কীটনাশক ভেঙে অফিস সংলগ্ন বনে মাটিচাপা দেয়া হয়েছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সুন্দরবন   বিষ   আটক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত