আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন স্বাধীনতা বিরোধী কোন অপশক্তি ক্ষমতায় যাওয়া তো দূরের কথা একটি সংসদীয় আসন যেন না পায়, এজন্য যুবলীগের প্রত্যেক নেতাকর্মীকে অতন্ত্র প্রহরীর মত কাজ করতে হবে।
আগামী রোজার আগেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটি কাউন্সিল করার মাধ্যমে যুবলীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে এসব কথা বলেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার। বাংলাদেশ আওয়াামী যুবলীগ আমতলী উপজেলা শাখার বর্ধিত সভা সোমবার বিকালে আমতলী সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এদিকে বর্ধিত সভাকে ঘিরে যেমন রয়েছে পদপ্রত্যাশীদের ফেষ্ট্যুন-ব্যানার তেমনই রয়েছে আলোচনা, আবার বিতর্কিত নেতাদের নিয়ে রয়েছে সমালোচনার ঝড়, স্থানীয় রাজনৈতিক জটিলতা।
আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সভাপতি জিএম ওসমানী হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জাহিদ দেওয়ানের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার।
বাবু/জেএম