শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
মানারাত স্কুল অ্যান্ড কলেজ দখলমুক্ত করার দাবিতে বিক্ষোভ-মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫৮ PM

মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজকে দখলমুক্ত করতে মানববন্ধন, বিক্ষোভ ও পদযাত্রা কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। আজ সোমবার দুপুরে প্রতিষ্ঠানের সামনে এসব কর্মসূচি পালন করা হয়।


মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দীর্ঘদিন ধরে স্কুলের জমি ও ভবন ব্যবহার করে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসার প্রেক্ষাপটে শিক্ষার্থী ও অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচি পালন করেন।

জানা গেছে, আশুলিয়ায় মানারাত বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস থাকার পরও অনভিপ্রেতভাবে ইউজিসির মাধ্যমে স্কুলের জমিকে স্থায়ী ক্যাম্পাস হিসেবে ঘোষণা, স্থায়ী ক্যাম্পাসের সাইনবোর্ড লাগানো, স্কুলের খেলার মাঠে কনভোকেশন করার চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।


এ সময় তারা দ্রুততম সময়ের মধ্যে ইউনিভার্সিটি ও স্কুল কর্তৃপক্ষ আইনবহির্ভূত ও অবৈধ দখল বন্ধের কার্যকর পদক্ষেপ না নিলে যে কোনো উদ্ভূত পরিস্থিতির জন্য শিক্ষার্থী ও অভিভাবকরা দায়ী থাকবে না বলে মানববন্ধনে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বাবু/এসআর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মানববন্ধন   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত