মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫ ১৪ শ্রাবণ ১৪৩২
মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫
কুমিল্লায় প্রতারক চক্রের ৩ সদস্য আটক
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ১২:৪২ AM

ভুয়া পরিচয় দিয়ে চাকরি দেবেন বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে কুমিল্লা জেলা পুলিশ। সর্বশেষ ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কুমিল্লা জেলার বাংলাদেশ পুলিশ ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে জনবল নিয়োগ পাইয়ে দেবার নামে প্রতারণার পর ধরা পড়ে চক্রটি।  


বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান। আটক তিন ব্যক্তি হলেন- মাদারীপুর জেলার শাখারপাড় মোল্লা বাড়ির মৃত শাহাদাত হোসেনের ছেলে লায়ন মেরাজ (৪৬)।


একই জেলার রাজৈর থানার সুলতান খন্দকারের ছেলে মো. জামান খন্দকার (৪৩) ও তাদের সহযোগি সারোয়ার ফকিরের ছেলে মো. রিপন ফকির (৩৭)।


পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, ফাহিম নামের এক পুলিশের চাকরি প্রত্যাশির আত্মীয়দের কাছে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পরিচয় দেয় লায়ন মেরাজ। সেই সঙ্গে জামান খন্দকার নিজেকে পুলিশ সুপার পরিচয় দেয়। ফাহিমের পরিবারও ছয় লাখ টাকা পরিশোধ করে।


যখন ফলাফলের দিন সে উত্তীর্ণ হয়নি, তখন বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন। পরে তারা কুমিল্লার মুরাদনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন। 


পুলিশ সুপার আরও জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবত হ্যালো পার্টির মাধ্যমে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অফিসারদের নাম-পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।


বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কুমিল্লা   আটক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত