ইউরোপে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। তবে খাদ্য ও জ্বালানির উচ্চমূল্যের প্রভাবে ধুঁকছে অনেক সাধারণ মানুষ। এতে সুদহার কমানোর কথা ভাবছে না ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি)।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট জানায়, গত ফেব্রুয়ারিতে ইইউ’র ভোক্তা মূল্য সূচক ছিল ৮ দশমিক ৫ শতাংশ। জানুয়ারির ৮ দশমিক ৬ শতাংশ থেকে যা কিছুটা কম। অবশ্য বিশ্লেষকদের ৮ দশমিক ৩ শতাংশ মূল্যস্ফীতি পূর্বাভাসের চেয়ে বেশি। জার্মানি, ফ্রান্স ও স্পেনের মতো অর্থনীতির উচ্চমূল্যস্ফীতিতে গত অক্টোবরে ইইউ’র মূল্যস্ফীতি ১০ দশমিক ৬ শতাংশে পৌঁছেছিল। সূত্র: এপিনিউজ
বাবু/এ আর