‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় ভোটার দিবস ২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক নির্বাচন অফিস ফরিদপুর অঞ্চল’র আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফরিদপুরের জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. হাবিবুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মোস্তফা ফারুক। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরু আমিনসহ অন্যান্য উপজেলা নির্বাচন কর্মকর্তারা।
সভায় বক্তারা এ ধরনের কর্মসূচির মাধ্যমে সকল নাগরিকের ভোটাধিকার প্রয়োগে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এর আগে ৫ম জাতীয় ভোটার দিবস- ২০২৩ উপলক্ষে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে, এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাবু/জেএম