লাললমনিরহাট-১ (হাতীবান্ধা- পাটগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন বলেছেন, আওয়ামী লীগ সভানেত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি।
আজ শুক্রবার সকালে লাললমনিরহাটের হাতীবান্ধা আলহাজ্ব গহের আলী উচ্চ বিদ্যালয় কাম বন্যা আশ্রয়ণ কেন্দ্র ভবণের উদ্বোধন শেষে অত্র বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় মোতাহার হোসেন এ কথা বলেন।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ওয়াহেদ আলী বাদশার সভাপতিত্বে ও মোস্তাফিজুর রহমান ভুইঁয়া সবুজের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী নজির হোসেন, শিংগীমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, সাবেক জেলা পরিষদ সদস্য মর্জিনা বেগম, উপজেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক আব্দুস ছামাদ বাচ্চু, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাফিজুল্লাহ তাইফুন, স্কুল প্রধান শিক্ষক রওশন আরা বেগম রুমা, উপজেলা মহিলা লীগ সভানেত্রী রশিদা বেগম, যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা সাথী প্রমুখ।
বাবু/জেএম