রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
আর্জেন্টিনার মন্ত্রীর প্রটোকলের গাড়ি দুর্ঘটনা : চালক কারাগারে
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৮:০২ PM

ঢাকায় সফররত আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর প্রটোকলের জন্য বরাদ্দ দেওয়া বিএমডব্লিউ গাড়ি নিয়ে ঘুরতে বের হয়ে দুর্ঘটনার শিকার হন চালক সোহরাব মিয়া। এ ঘটনায় করা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকা মহানগর হাকিম শফি উদ্দিন তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

এ দিন আসামি সোহরাবকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আসামিপক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করেন। এ সময় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। একই সঙ্গে জামিন শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেন।

এর আগে তিন দিনের সফরে ২৭ ফেব্রুয়ারি ঢাকায় আসেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো। তার প্রটোকলের জন্য বরাদ্দ বিএমডব্লিউর গাড়িচালক ছিলেন পরিবহন পুলের চালক সোহরাব মিয়া।

পরের দিন ২৮ ফেব্রুয়ারি আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর ডিউটি শেষ করে রাষ্ট্রীয় অতিথি ভবনে গাড়িটি জমা না দিয়ে নিজের বাসায় চলে যান চালক সোহরাব মিয়া। গাড়িটি নিয়ে তার মেয়ে ঘুরতে বের হলে মিরপুর এলাকায় দুর্ঘটনার মুখে পড়েন। এতে গাড়ির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় গত ২ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাদী হয়ে রাজধানীর দারুস সালাম থানায় একটি মামলা করেন। মামলার পর সোহরাব মিয়াকে গ্রেপ্তার করে দারুস সালাম থানা পুলিশ।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কারাগার   আর্জেন্টিনা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত