রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
ইউক্রেনকে ৪০০ মিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩, ৮:৪৮ AM
এই গ্রীষ্মে ইউক্রেনে আরও ভয়াবহ হামলা চালাতে যাচ্ছ রাশিয়া। রুশ এই হামলা ঠেকাতে কিয়েভকে আরও ৪০০ মিলিয়ন ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন শুক্রবার হিমার্সসহ নতুন এ সমরাস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছে। খবর আনাদোলুর।
   
এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী আন্টনি ব্লিঙ্কেন এ তথ্য জানিয়েছেন। ব্লিঙ্কেন বলেন, রুশ বাহিনীকে প্রতিহত করতে সবচেয়ে বেশি ভুমিকা পালন করছে দূর পাল্লার ক্ষেপনাস্ত্র  ব্যবস্থা হিমার্স।

এছাড়াও সমরাস্ত্রে সজ্জিত অত্যাধুনিক সামরিক যানও এ প্যাকেজে রয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী বলেন, রুশ বাহিনী আগের যেকোনো সময়ের চেয়ে হামলা জোরদার করেছে। এ অবস্থায় ইউক্রেনকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা সর্বত্মক সহযোগিতা করছে বলে জানান ব্লিঙ্কেন।

তিনি আরও বলেন, রাশিয়া চাইলে আজই এ যুদ্ধ বন্ধ হতে পারে। কিন্তু তা না হলে এ যুদ্ধ বহু দূর পর্যন্ত গড়াবে। রাশিয়া এখন সর্ব শক্তি দিয়ে বাখমুত দখলে মরিয়া হয়ে উঠেছে। গত ৭ মাস ধরে এখানে হামলা জোরদার করেছে মস্কো।



বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  যুক্তরাষ্ট্র    রাশিয়া   ইউক্রেন   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত