পুলিশের ওপর হামলার অভিযোগে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ মামলায় তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হতে পারে।
শনিবার (৪ মার্চ) রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, বিএনপির পূর্বঘোষিত পদযাত্রা শেষে সাইফুল আলম ও তার সঙ্গে থাকা কর্মীরা এফডিসির সামনে কর্তব্যরত পুলিশের ওপর ঢিল ছুঁড়ে ও আক্রমণ করেন। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সাইফুল আলম নীরবের বিরুদ্ধে আদালতে সাতটি গ্রেপ্তারি পরোয়ানা আছে। এসব মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।
এর আগে, শনিবার বিকেলের দিকে সাইফুল আলমকে আটক করা হয়। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, তাকে পুলিশ তুলে নিয়ে গেছে। তবে কোন থানায়, কোথায় তা জানা যাচ্ছে না। তিনি বিএনপির ডাকা পদযাত্রায় নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণও করেন।
-বাবু/এ.এস