শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
রাশিয়ান তেল পাচ্ছে পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৫ মার্চ, ২০২৩, ২:১০ PM
নাখোদকা বন্দর নগরীর কাছে নাখোদকা উপসাগরে রাশিয়ান অয়েল ট্যাঙ্কার। রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করছে পাকিস্তান। রুশ তেলের প্রথম চালান আগামী এপ্রিল মাসের শেষ নাগাদ পাকিস্তানে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। 

এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, আগের এক চিঠির আলোকে চুক্তির বিষয়ে আস্থা অর্জনের অংশ হিসেবে তেলের প্রথম কার্গো পাঠাবে রাশিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে মস্কোর পক্ষ থেকে ইসলামাবাদকে দৈনিক এক লাখ ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশ চুক্তি সম্পন্ন করলে সৌদি আরবের পর রাশিয়া হবে পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারী দেশ।

সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইসলামাবাদের পক্ষ থেকে রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে যে প্রস্তাব পাঠানো হয়েছে, তা নিয়ে সংশয়ে আছে মস্কো। তবে সম্প্রতি দুই দেশের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। 

এর পর রাশিয়ার পক্ষ থেকে পরীক্ষাস্বরূপ এক কার্গো তেল আমদানির প্রস্তাব করা হয়। সেই শর্তেই এপিলের শেষ নাগাদ তেলের প্রথম কার্গো আসছে পাকিস্তানে, বলা হয়েছে প্রতিবেদনে।

ওই সূত্র আরও জানিয়েছে, রাশিয়ার প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) রয়েছে। কিন্তু ওই তেল পরিশোধনের প্রযুক্তি পাকিস্তানে নেই। সে কারণে পাকিস্তানি কর্তৃপক্ষ মিশ্রিত (ব্লেন্ডেড) তেল রপ্তানিতে রাজি হয়েছে।

এদিকে অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে থাকা পাকিস্তান ব্যাপক ডলার সংকটে ভুগছে। স্বাভাবিক কারণেই ইসলামাবাদের পক্ষে ডলারে তেলের দাম পরিশোধ করা সম্ভব হবে না। তবে মস্কোর পক্ষ থেকে রুশ মুদ্রা রুবল, চীনা মুদ্রা ইউয়ান কিংবা সংযুক্ত আরব আমিরাতের মুদ্রা দিরহামে মূল্য পরিশোধের প্রস্তাব দেওয়া হয়েছে।

বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পাকিস্তান   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত