শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
বিজিবি'র অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: রবিবার, ৫ মার্চ, ২০২৩, ৩:০১ PM

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া উপজেলার সীমান্তবর্তী নলগরিয়া, আজমপুর, কালাছড়া, কাশিনগর, সেজামোড়া, নোয়াবাদি এবং রাজাপুর নামক স্থান হতে পৃথক পৃথক অভিযানে ১,৬২৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩১৩ বোতল ইস্কফ সিরাপ এবং ৪০ কেজি গাঁজা আটক করতে সক্ষম হয়।

রবিবার দুপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর পক্ষে থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে বলা হয়েছে। উদ্ধারকৃ মাদ্রকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা এবং ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ আরমান আরিফ জানান, দেশের যুব সমাজ ও কোমলমতি ছাত্র ছাত্রীদের মাদকাশক্তির হাত হতে মুক্তির লক্ষ্যে সীমান্ত এলাকায় মাদকের অনুপ্রবেশ রোধ, কুফল এবং এর ভয়াবহতা সম্পর্কে যুব সমাজ ও সাধারণ জনগণকে সরাইল ব্যাটালিয়ন নিয়মিত প্রেষণা প্রদান করে আসছে। 

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত