কক্সবাজারের উখিয়া বালুখালী ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে শতাধিক পুড়েগেছে ঘর ৷ রবিবার (৫ মার্চ) বিকাল ৩টার দিকে ক্যাম্পের বি ও ই ব্লকে আগুন লেগেছে।
বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের দিল মোহাম্মদ জানান, ‘হঠাৎ করে তার শিবিরে আগুন লাগে। বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। আমার লোকজনকে সরিয়ে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করছি।’
কক্সবাজারের শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, ১১ নম্বর ক্যাম্পের একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত। এরপর আগুন ছড়িয়ে পড়েছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি টিম পরে জেলা হেড কোয়ার্টার থেকে আরও দুটি টিম এসে আগুন নেভানোর কাজ করছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উখিয়া স্টেশনের কর্মকর্তা এমদাদুল হক জানান,‘বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। আমরা ঘটনাস্থলে। আগুন নেভানোর চেষ্টা চলছে।’
ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বলেন, ‘ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকজন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। পাশাপাশি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের তীব্রতা অনেক। এই মুর্হূতে এর বাইরে কিছু বলা যাচ্ছে না।’
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ইতোমধ্যে শতাধিক ঘর আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছেন৷
-বাবু/এ.এস