বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
সন্তানের বিরুদ্ধে মায়ের মামলা
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ১১:০০ PM

বৃদ্ধ বয়সে ভরণপোষণ না দেয়া ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে সন্তানের বিরুদ্ধে মামলা করেছেন এক মা। ঘটনাটি ভোলার লালমোহনের। ওই মায়ের নাম রোকেয়া বেগম, তিনি উপজেলার ধলীগোরনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড তোফাজ্জল হাওলাদার বাড়ির মৃত তোফাজ্জল হাওলাদারের স্ত্রী।

আজ সোমবার (৬ মার্চ) রাতে লালমোহন থানায় এসে নিজের সন্তান  মোঃ বাবুল হাওলাদারের বিরুদ্ধে মামলা করেন তিনি।

বৃদ্ধা রোকেয়া বেগম বলেন, প্রায় দেড় যুগ আগে তার স্বামী মারা যান। স্বামীর রেখে যাওয়া সম্পদ ভোগ করছে একমাত্র ছেলে বাবুল হাওলাদার। তবে মায়ের কোনো ভরণপোষণ দেন না এবং ভরণপোষণের কথা বললে শারীরিকভাবে নির্যাতন করে সে। তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন মা রোকেয়া বেগম। বয়সের ভার এবং শারীরিক অসুস্থতার জন্য ছেলেদের এমন কাণ্ডে মানবেতর জীবনযাপন করছেন তিনি। এজন্য কোনো উপায় না পেয়ে থানায় আসেন। প্রশাসন তাকে ন্যায্য বিচার পাইয়ে দিবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অভিযোগের বিষয় জানার জন্য একাধিকবার বাবুল হাওলাদারের ব্যক্তিগত ফোনে কল দিয়ে তাকে পাওয়া যায়নি।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান বলেন, রোকেয়া বেগম নামের এক বৃদ্ধ মা ভরণপোষণ না দেয়ার অভিযোগ নিয়ে থানায় আসেন। সন্তানের বিচারের দাবিতে ভরণপোষণ আইনে একটি মামলা করেন তিনি। আমরা ছেলের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিবো।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত