বরগুনার আমতলীতে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১৯৭১ সালের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) আমতলী উপজেলা প্রেসক্লাব এই আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- আমতলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবির দেওয়ান, সাধারণ সম্পাদক সাঈদ খোকন, এবং সাংবাদিক ক্লাবের সভাপতি শাহ মুহা. সুমন রশিদসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভাপতির বক্তব্যে কবির দেওয়ান বলেন, 'ঐতিহাসিক ৭ই মার্চ বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল, ৭ই মার্চের ১৯ মিনিটের সুমধুর ভাষণটি বিশ্বের ১২টি ভাষায় অনুদিত হয়েছে। তিনি আরও বলেন, 'ইউনেস্কো ২০১৭ সালের ৩১ অক্টোবর ঐতিহাসিক ভাষণটি ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার’ এ অন্তর্ভুক্ত করে। এটি নি:সন্দেহে সমগ্র বাঙালির জন্য একটি গর্বের বিষয়, অহংকারের বিষয়।'
সাধারণ সম্পাদক সাঈদ খোকন ৭ই মার্চের গুরুত্ব তুলে ধরে বলেন, 'বাঙালির কৃষ্টি ও সংস্কৃতিকে সমুন্নত রেখে গেরিলা যুদ্ধের মাধ্যমে কীভাবে দেশ স্বাধীন করতে হবে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণের মাধ্যমে এ পথ বাতলে দিয়েছিলেন। বাঙালি জাতির মুক্তির পথ স্পষ্ট করে দিয়েছিলেন অনন্তকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণের মাধ্যমে। এ ভাষণ আমাদের মুক্তির মন্ত্র, সংগ্রামের চেতনা, আত্মত্যাগের প্রেরণা।'
অনুষ্ঠানে অন্যান্য সবাই ৭ই মার্চ সম্পার্কে আলোচনা করে থাকেন।
বাবু/জেএম