শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
রাজবাড়ী‌তে জেলা আ.লী‌গের উদ্দ্যো‌গে ৭ মার্চ পা‌লিত
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ৪:১২ PM
রাজবাড়ী‌তে জেলা আওয়ামী লী‌গের উদ্দ্যো‌গে নানান আয়োজ‌নে ঐতিহা‌সিক ৭ই মার্চ পা‌লিত হ‌য়ে‌ছে।

মঙ্গলবার সকা‌লে জেলা আওয়ামী লী‌গের দলীয় কার্যাল‌য়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান এর প্রতিকৃ‌তি‌তে পুষ্প‌্যমাল‌্য অপর্ণ ক‌রেন নেতাকর্মীরা।

প‌রে জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি ও রাজবাড়ী-২ আস‌নের সংসদ সদস্য মো. জিল্লুল হা‌কিম এর সভাপ‌তি‌ত্বে আলোচনা সভায় বক্তব‌্য রা‌খেন,  জেলা আওয়ামী লী‌গের সহ-সভাপ‌তি ও রাজবাড়ী-১ আস‌নের এম‌পি কাজী কেরামত আলী, সংর‌ক্ষিত নারী আস‌নের এম‌পি অ্যাডভোকেট খো‌দেজা নাস‌রিন আক্তার হো‌সেন, এম‌পি সালমা চে‌ৗধুরী রুমা, সহ-সভাপ‌তি ফ‌কির আব্দুল জব্বার, কেন্দ্রীয় আওয়ামী লী‌গের সদস‌্য ও সহ-সভাপ‌তি রেজাউল হক, মহম্মদ আলী চে‌ৗধুরী, হেদা‌য়েত আলী সোহরাব, যুগ্ম সম্পাদক শেখ সো‌হেল রানা টিপু ও স‌ফিকুল আজম মামুন, জেলা ম‌হিলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক সা‌হিদা চে‌ৗধুরী তন্মী, নব-‌নির্বা‌চিত জেলা যুবলী‌গের সভাপ‌তি মো. শওকত হাসান, যুবলীগ নেতা আবুল হো‌সেন শিকদারসহ অ‌নে‌কে।

এ সময় জেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

বাবু/জেএম


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজবাড়ী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত