মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
ইতালিতে দুই বিমানের সংঘর্ষ, নিহত ২ পাইলট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ৯:১২ PM

মাঝ আকাশে ইতালির বিমানবাহিনীর দুই বিমানের সংঘর্ষ হয়েছে। এতে উভয় বিমানের পাইলট নিহত হয়েছে। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় রোমে ওই দুই বিমান প্রশিক্ষণে ছিল। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।

দেশটির বিমানবাহিনীর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই পাইলট ইউ-২০৮ মডেলের প্রশিক্ষণ বিমানে ছিলেন। তবে ঠিক কী কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটলো তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

মেলোনি বলেন, গুইদোনিয়ার কাছে প্রশিক্ষণ বিমানে দুর্ঘটনায় বিমানবাহিনীর দুই পাইলটের নিহতের খবর শুনে আমরা বিধ্বস্ত। তিনি নিহত দুই পরিবারের কাছে শোক প্রকাশ করেছেন।

সিঙ্গেল ইঞ্জিনের ওই বিমানে পাইলটসহ চারজনের বেশি আরোহী বহনে সক্ষম বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত