সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
বিধ্বস্ত সেই ভবনের মালিকদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ৮:২৬ PM

ঢাকার সিদ্দিকবাজারে যে ভবনটিতে বিস্ফোরণ ঘটেছে, সেই ভবনের মালিক দুই ভাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তারা হলেন, ওয়াহিদুর রহমান ও মতিউর রহমান।

বিস্ফোরণের পর দিন আজ বুধবার দুই ভাইকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ডেকে নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খ মহিদ উদ্দিন জানান, দুই ভাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা তাদের কাছে ভবন নির্মাণে অনুমতি, ভাড়াটিয়া কতজন, কোথায় সেপটিক ট্যাংকি কিংবা রিজার্ভ ট্যাংক আছে, বেজমেন্ট এলাকায় ভাড়া দেওয়ার বৈধতা বিষয়গুলো জানার চেষ্টা করছি।’

তাদের এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সপ্তম তলা এই বাণিজ্যিক ভবনটির মালিক ছিলেন রেজাউর রহমান। এক সময় তিনি ক্যাফে কুইন নামে একটি রেস্তোরাঁ খুলেছিলেন এই ভবনে, সেজন্য স্থানীয়রা ভবনটি ক্যাফে কুইন বিল্ডিং নামে চেনে।

রেজাউর অনেক দিন আগে মারা গেছেন। তিনি মারা যাওয়ার পর এখন তার তিন ছেলে এর মালিক। মশিউর রহমান নামে এক ছেলে দেশের বাইরে থাকেন। তিন ভাইয়ের মধ্যে সবার বড় ওয়াহিদুর এবং সবার ছোট মতিউর ঢাকায় থাকেন। তারাই ভবনের দেখাশোনা করেন।

তাদের ছাড়াও ভবনের ভাড়াটিয়াসহ আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার মো. জাফর হোসেন বলেন, ‘রাজউক, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিবেদনের ওপর নির্ভর করছে বাড়ির মালিকের বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হবে কি না। তারা যদি প্রতিবেদন দেয় ভবনটি ত্রুটিপূর্ণ ছিল, ভবন মালিকদের গাফিলতিতে এ দুর্ঘটনা ঘটেছে, তা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে যে অপমৃত্যু মামলা হয়েছে, সেই মামলাটির ধারা পরিবর্তন হবে।’

ভবনটিতে বিস্ফোরণে এই পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু। এই বিস্ফোরণ দুর্ঘটনা বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত