বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
নয়াদিল্লিতে ধসে পড়ল বহুতল ভবন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ১০:৩৫ PM

ভারতের রাজধানী নয়াদিল্লির ভজনপুর এলাকার এক বহুতল আবাসিক ভবন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে হুড়মুড় করে ধসে পড়েছে। মঙ্গলবার বেলা ৩টা ৫ মিনিটে এই ঘটনা ঘটেছে বলে সংবাদকর্মীদের জানিয়েছে দিল্লি পুলিশ।

ঠিক কী কারণে ভবনটি ধসে পড়ল— তা এখনও জানতে পারেনি পুলিশ। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা— তাও এখনও পরিষ্কার নয়।

ভবনটির ধসের পড়ার মুহূর্ত ভিডিও করে তা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে টুইট করেছে ভারতের বার্তাসংস্থা ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস)। টুইটারে ইতোমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও।

পুলিশ জানিয়েছে, ভবনটি ধসে পড়ার অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যান নয়াদিল্লি ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের কার্যক্রম এখনও চলছে।

এর আগে গত ১ মার্চ নয়াদিল্লির উত্তরাংশে রোশনারা রোডে একটি চারতলা আবাসিক ভবন ধসে পড়েছিল। কিন্তু সৌভাগ্যবশত, সেই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত