বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
শিশুকে ভ্রমণে নিতে যেসব প্রস্তুতি নিবেন?
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ১১:৪১ PM

শিশুকে নিয়ে ঘুরতে যাওয়া যথেষ্ট ঝামেলার কাজ। তার ওষুধ, তার খাবার, তার জন্য আলাদা সব ব্যবস্থা করতে করতে ভারী হতে থাকে কাঁধের ভার। তাই একটু বড় না হওয়া পর্যন্ত শহর ছেড়ে বাইরে যেতে চান না অনেকেই। আবার, এমন অভিভাবকও রয়েছেন যারা চান, ছোট থেকেই রোদ-ঝড় জলের দাপট সহ্য করতে পারে, এমন জীবন যাপনে অভ্যস্ত হোক সন্তান। শিশুকে নিয়ে ঘুরতে যাওয়া আরামের হতে পারে যদি ঘুরতে যাওয়ার সময় প্রয়োজনীয় কিছু জিনিস সঙ্গে রাখতে পারেন।
 
>>ডায়াপারের ব্যাগ
বাইরে গিয়ে ভেজা জামাকাপড় বদলানোর ঝক্কি নিতে না চাইলে সঙ্গে ডায়াপারের ব্যাগ রাখা জরুরি। সাধারণ পর্যটনস্থলগুলির প্রায় সব জায়গাতেই ডায়াপার পাওয়া যায়। কিন্তু পাহাড়ের গায়ে এমন কোনও ছোট্ট গ্রাম যেখানে আশপাশে কোনও দোকান নেই। সেখানে কিন্তু ডায়াপার কেনা মুশকিল।

>>রোজের ওষুধপত্র
শহরের মধ্যেই সব দোকানে সব ওষুধ পাওয়া যায় না। সুতরাং শহরের বাইরে সব ওষুধ পাওয়া যাবে, এমন আশা না করাই ভাল। তাই প্রতিদিন যে সব ওষুধ লাগে, সেগুলি সঙ্গে রাখতেই হবে। এ ছাড়াও জ্বর, পেটব্যথা বা বমির ওষুধ নিতে ভুলবেন না।

>>বিদ্যুৎচালিত কেটলি
যেখানেই ঘুরতে যান না কেন, শিশুদের জল ফুটিয়ে খাওয়াতে হবে। কারণ, জল থেকেই তাদের বেশির ভাগ রোগ ছড়ায়। যে হোটেল বা হোমস্টেতে থাকবেন, সেখানকার কর্মীদের বার বার জল ফুটিয়ে দেওয়ার অনুরোধ করতেও খারাপ লাগে। তাই সঙ্গে ইলেকট্রিক কেটলি রাখলে অনেক সমস্যার সমাধান হবে।

>>স্টেরিলাইজার
এক বার যে বোতলে সন্তানকে দুধ খাইয়েছেন, সেই বোতলটি আবার ব্যবহার করা যাবে না। আবার সব জায়গায় জল গরম করাও সম্ভব নয়। তাই বিদ্যুৎচালিত স্টেরিলাইজার সঙ্গে রাখুন।

>>বেবি ফুড
যেখানে যাবেন সেই জায়গার খাবার বড়রা খেতে পারেন। কিন্তু ছোটরা তো সব খাবার খেয়ে হজম করতে পারে না। তাই বাড়িতে যে রকম খাবার খেতে তারা অভ্যস্ত, তেমন কিছু খাবার, বেবি ফুড সঙ্গে রাখাই ভাল।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত