বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
রাজবাড়ীতে হারানো ৩১টি মোবাইল উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ১১:৪৪ PM

রাজবাড়ীতে হারিয়ে যাওয়া ৩১টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধার হওয়া এসব ফোন  প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করেন জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। বৃহস্পতিবার ( ৯মার্চ) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এতথ্য জানান।

এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে কাজ করে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল। ফোনের জিডির সূত্র ধরে তথ‍্য প্রযুক্তির ব‍্যবহারের মাধ্যমে ফোনগুলো উদ্ধার করা হয়েছে। সেই সাথে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে। জেলা পুলিশের এই কার্যক্রম অব‍্যহত থাকবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতেখায়রুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত