বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
এবার সীতাকুণ্ডে তুলার গোডাউনে আগুন
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ২:৫৩ PM আপডেট: ১১.০৩.২০২৩ ৪:২৩ PM
চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের আট দিনের মাথায় এবার তুলার গোডাউনে আগুন লেগেছে। শনিবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা বাইপাস সড়ক সংলগ্ন হিঙ্গিরিপাড়া এলাকায় একটি তুলার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ চালায়।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে শ্রমিকরা তুলার গোডাউন মেরামত করছিলেন। গ্যাস সিলিন্ডার দিয়ে কাটার কাজ চলাকালীন হঠাৎ তুলোর ওপর আগুনের রশ্মি পড়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন গুদামের একটি বড় অংশে ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা আরও জানান, ইউনিটেক্স লিমিটেড এসএল গ্রুপের প্রতিষ্ঠাতা লোকমানের মালিকানাধীন গোডাউনটি ভাড়া নেয়। তাঁর কাছ থেকে ইউনিটেক্স লিমিটেড কারখানা মালিক গোডাউন ভাড়া নেন। তাদের নিজস্ব সুতা তৈরি কারখানার জন্য সেখানে তুলা মজুদকরা ছিল।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, তুলার গুদামে আগুন লাগার খবর স্থানীয় বাসিন্দাদের মোবাইল ফোনে পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটও আগুন নেভানোর কাজে যোগ দেয়।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান ফায়ার কর্মীরা। গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার ফলে চারদিকে ছড়িয়ে গেছে। অন্যদিকে আশপাশে পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণ কষ্টকর হয়ে পড়েছে।

নুরুল আলম দুলাল আরও জানান, গ্যাস সিলিন্ডার দিয়ে কাটার সময় তুলার গুদামে আগুন লাগে বলে স্থানীয়রা জানায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তার সঠিক কারণ তারা এখনও নির্ণয় করতে পারেনি। বর্তমানে আগুন নেভানোর কাজ চলছে। তবে আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে পানির সংকটে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। আগুন পাশের চারটি হোটেল ও একটি চায়ের দোকানেও ছড়িয়ে পড়ে। তারা আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহায়তা কামনা করেন। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটও আসছে বলে জানান তিনি।

বাবু/এ আর 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সীতাকুণ্ড    আগুন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত