গাজীপুরের মাওনায় ‘শিরিন আওলাদ মডেল স্কুলে’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে ১০ মার্চ শুক্রবার।
২০২২ সালে শিরিন আওলাদ মডেল স্কুল যেসব সাফল্য এনছে তার মধ্যে রয়েছে- ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৫ জন ট্যালেন্টপুল ও ২ জন সাধারণ বৃত্তিসহ মোট ৭ জন। গাজীপুর থেকে এম. এ.বারী শিক্ষাবৃত্তি পেয়েছে মোট ৮১ জন। এতে গাজীপুর জেলার ১ম স্থান অধিকারী হয়েছে শিরিন আওলাদ মডেল স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্রী মোছাঃ লামিয়া আক্তার। ১ম স্থানের জন্য তাকে কম্পিউটার পুরুস্কার প্রদান করা হয়। সুলতান উদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষা ২০২২ এ মোট বৃত্তি প্রাপ্ত হয় ৫১ জন। আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশন থেকে বৃত্তি প্রাপ্ত হয় ৬ জন ছাত্র-ছাত্রী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিরিন আওলাদ মডেল স্কুলের পরিচালক বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, সাবেক সিনিয়র জেল সুপার বীর মুক্তিযোদ্ধা ফরমান আলী, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ সভাপতি ও ফোবানার সাবেক চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, দৈনিক সংবাদ প্রতিদিনের সম্পাদক ও বাচসাসের সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, চলচিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি চিত্রনায়ক সাইমন সাদিক, শিরিন আওলাদ মডেল স্কুলের পরিচালক সফিকুল ইসলাম স্বপন, শিরিন আওলাদ মডেল স্কুলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান সজল. শিরিন আওলাদ মডেল স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষকমো: মহিদুল ইসলাম প্রমুখ।
বিকেলে অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা অংশকারী বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় ঢাকা থেকে আগত জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহরিয়ার রাফাত ও জাফরিন গান পরিবেশন করেন।
বাবু/এসআর