বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে নারীসহ আহত ৫
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ৮:৫২ PM

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে মামলা মোকদ্দমাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের হামলায় তিন নারীসহ ৫ জন আহত হয়েছেন।

ঘটনাটি উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল উত্তর পাড়া গ্রামে ঘটেছে।

আহতরা হলেন, কল্পনা আক্তার ( ৪০) স্বামী সুজন মিয়া, সাজেদা আক্তার (৩৪) স্বামী নাজিম উদ্দিন, বেদেনা আক্তার (৪৫) স্বামী ফখরুল উদ্দিন আহতরা সবাই কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, পূর্ব থেকে মামলা মোকদ্দমাকে কেন্দ্র করে একই গ্রামের মাসুদ মিয়া গংদের সাথে বিরোধ চলে আসছিল, আহত কল্পনা আক্তার গংদের। এরই জের ধরে গত রবিবার সকালে পূর্ব পরিকল্পিত ভাবে প্রতিপক্ষের মাসুদ মিয়া, পিপুল মিয়া, সন্জু মিয়া,বজলু মিয়া,আনছু মিয়া, শরীফ মিয়া, রাজু মিয়া, সাইকুল ইসলাম তারা দেশীয় অস্ত্রাদি নিয়ে কল্পনা আক্তারের উপর হামলা চালায়। এসময় তিন নারীসহ পাঁচজন আহত হয়। 

এ ঘটনায় গত রবিবার আহত কল্পনা আক্তারের ছেলে শাকিল বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত