মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
গলাচিপার চিকনিকান্দী মন্দিরে ৫দিন ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ১০:৪১ PM

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দী বাজারে ৫ দিন ব্যাপি মহানাম যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মহানাম যজ্ঞ অনুষ্ঠানের আজ ৪র্থ দিন অতিবাহিত হচ্ছে।

চিকনিকান্দী বাজারে রাধা গোবিন্দ মন্দিরে বুধবার (৮ মার্চ) সকালে অধিবাসের মধ্য দিয়ে এ যজ্ঞ শুরু হয়ে চলবে আগামী সোমবার সকালে শেষ হবে। এতে প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং চিকনিকান্দী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ।

এ সময় তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। আপনারা নির্বিঘে এই উৎসব পালন করবেন। আপনাদের কোন ভয় নেই। আমাদের এই ইউনিয়নে আমরা সকলে মিলেমিশে থাকব। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি যেন বারবার নির্বাচিত হয়ে দেশ ও জাতির সেবা করে যেতে পারেন। পরে তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে খোলামেলা আলোচনা করেন এবং মন্দির পরিদর্শন করে মন্দিরের বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলেন। পরে মন্দির কমিটির সভাপতি অজিত কুন্ড বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও অনুষ্ঠান চলছে। এখানে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। মন্দির কমিটির সাধারণ সম্পাদক যুগল দেবনাথ বলেন, প্রতি বছরের মত এ বারেও ৬টি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে এ কীর্তন অনুষ্ঠিত হচ্ছে। তারা পালাক্রমে এ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। সোমবার সকালে এই অনুষ্ঠান শেষ হবে। এখানে অনেক দূর দূরান্ত থেকে ভক্ত আসে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত