দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি একেএম মোতালেব হোসেনকে সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা রিপোর্টার জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি’র ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১১ মার্চ) দুপুরে রিপোর্টার্স ইউনিটির টাউনহলস্থ কার্যালয়ে সংগঠনের সদস্যদের সম্মতিক্রমে এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি গোলাম মাওলা শান্ত (দৈনিক জাগরণ), সহ-সাধারণ সম্পাদক মাসুম খান (বিজয় টিভি), অর্থ-সম্পাদক নাঈম হোসেন (বাংলা নিউজ ২৪), দপ্তর সম্পাদক জিয়াউর রহমান (সকালের সময়), ক্রীড়া সম্পাদক এসএম মাসুদ পারভেজ (আমার সংবাদ)। এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন, শাহাদাত হোসেন মনু (আমাদের কণ্ঠ), খালিদ হাসান তালুকদার (দিপ্ত টিভি), ইমাম হোসেন (বাংলাদেশ সমাচার), আরিফ সরদার (আমার সংবাদ)।
-বাবু/এ.এস