বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
সীতাকুণ্ডে তুলার গুদামে অগ্নিকাণ্ড: ১০ সদস্যের তদন্ত কমিটি
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ১১:৫০ PM

চট্টগ্রামের সীতাকুণ্ডে তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

শনিবার (১১ মার্চ) রাত ৯ টার দিকে তদন্ত কমিটি গঠনের তথ্য জানান জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক বদিউল আলমকে। কমিটির সদস্যরা হলেন- চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তা, শিল্প পুলিশের একজন প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের ডিআইজি, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা, সীতাকুণ্ড থানার ওসি, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) প্রতিনিধি, বিস্ফোরক পরিদফতরের প্রতিনিধি, বাংলাদেশ টেক্সটাইল ম্যানুফেকচার অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের (বিটিএমইএ) প্রতিনিধি।

সীতাকুণ্ড উপজেলার কুমিরাস্থ বাইপাস রোডের ইউনিটেক্সের তুলার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে নৌ ও বিমান বাহিনীর দুটি ফায়ার ফাইটিং টিম।

শনিবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে কুমিরা বাইপাস রোড সংলগ্ন হিঙ্গিরি পাড়া এলাকার তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট যোগ দেয়।

তাদের ৭ ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টা পর্যন্ত আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

সন্ধ্যায় অগ্নিকাণ্ড পরিস্থিতি পরিদর্শনে এনডিসি তৌহিদুর রহমান আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সশস্ত্র বাহিনীর সহায়তা কথা জানান। তিনি বলেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় চট্টগ্রাম জেলা প্রশাসন কর্তৃক সামরিক বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, তুলার গুদামে স্থাপনা মেরামতের লক্ষ্যে গ্যাস সিলিন্ডার দিয়ে ইস্পাত ওয়েল্ডিং ও কাটিং করার সময় আগুন ধরে যায়। পরে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখনও পর্যন্ত হতাহতের তথ্য পাওয়া যায়নি।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  তদন্ত কমিটি   তুলার গুদাম  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত