নীলফামারীর ডোমারে জমি নিয়ে দ্বন্দ্ব, ঘর উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ আহত হয়েছেন কমপক্ষে ১০জন। ঘটনাটি রোববার সকাল ১১টার দিকে ডোমার পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্ব চিকনমাটি উদয়ন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, উল্লেখিত গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আনারুল ইসলাম ও মৃত হোসেন আলীর ছেলে আলম ও বাতেনের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আদালতে একাধিক মামলা রয়েছে। ঘটনার দিন আব্দুল হালিম তার বসতভিটার একটি ঘর মেরামত করতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, আব্দুল হালিমের স্ত্রী মিনারা বেগম (৩৫), আলমগীর হোসেনের স্ত্রী শিরিনা বেগম (৪৫), মৃত হোসেন আলীর স্ত্রী আছিয়া খাতুন (৬০), আনোয়ারা বেগম (৬০), মৃত আফিজার রহমানের স্ত্রী লাইলী বেগম (৬৫), মোজাফফর হোসেনের স্ত্রী ইতি বেগম (২০), আয়নাল হোসেনের স্ত্রী নুরী বেগম (২৮), মৃত আব্দুল গফুরের ছেলে মোকতার হোসেন ও তার ছেলে মুছা আলী (১৮)।
সংঘর্ষের ঘটনা জানতে পেরে ডোমার থানা পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করে। আটককৃতরা হলেন, আব্দুল গফুরের ছেলে আনারুল ইসলাম, মৃত হোসেন আলীর ছেলে মো. আলম ও মৃত মোজাহার হোসেনের ছেলে নজরুল ইসলাম নজু।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী জানান, এখন পর্যন্ত কোন পক্ষই মামলা করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
বাবু/জেএম