বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
ত্রিশালে মাইক্রোবাস উল্টে আগুন, মৃত্যু ৪
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৯:৩০ AM আপডেট: ১৩.০৩.২০২৩ ১১:০৬ AM
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঙামাটি নামকস্থানে রোববার দিবাগত রাতে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায় এতে দুই নারীসহ চার যাত্রী আগুনে পুড়ে মারাযায়।

নিহত রেজিয়া খাতুন(৪০)দোলেনা খাতুন (৪০)তাদের বাড়ী ধোবাউড়া অগ্নি দগ্ধে আহত ৭ জনকে আশংকাজনক অবস্থায় ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।গুরুতর আহতরা হলেন ইয়াসমিন(২),তোতা মিয়া(৫০)আক্কাছ আলী(৫২)রুবেল (১২) তাদের সকলের বাড়ী কামাড়পাড়া গ্রামের ধোবাউড়া উপজেলায়।

আহত যাত্রী আক্কাছ আলী জানান, সকল যাত্রীই জেলার ধোবাউড়া উপজেলা থেকে রওনা হয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। হঠাৎ বিকট শব্দ হয়ে বাসে আগুন লেগে যায় আর কিছু বলতে পারিনি। 

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম জানান, খবর পেয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে ও উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং নিহতের মরদেহ শনাক্তে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।


বাবু/এ আর 




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ময়মনসিংহ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত