শুক্রবার ১৮ জুলাই ২০২৫ ৩ শ্রাবণ ১৪৩২
শুক্রবার ১৮ জুলাই ২০২৫
শার্শায় প্রবাসীর পরিবারকে গৃহবন্দী করে নির্যাতনের অভিযোগ
রবিউল ইসলাম, বেনাপোল (যশোর)
প্রকাশ: সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৬:০৮ PM
যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের আমলা গ্রামে পারিবারিক জমি জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে মৃত আবু তালেবের ছেলে মালেশিয়া প্রবাসী ওম্বর আলীর মা ও স্ত্রীসহ তার পরিবারকে গৃহবন্দী করে হামলা ও নির্যাতনের অভিযোগ উঠেছে। আর এ হামলা ও নির্যাতন করছে তার প্রতিবেশি চাচা মফিজুর ও তার সন্ত্রাসী পুত্ররা। 

রবিবার (১২ই মার্চ) দুপুরে উপজেলার আমলা গ্রামে হামলাসহ নির্যাতনের ঘটনা ঘটেছে। শার্শা থানার অভিযোগ সূত্রে জানা যায়, আমলা গ্রামে মৃত আবু তালেবের ছেলে মালেশিয়া প্রবাসী মো. ওম্বর আলীর মা ও স্ত্রী অনেক দিন যাবৎ তার প্রতিবেশী চাচা মো. মফিজুর এবং তার ছেলে আশা ও রনি এর অত্যাচারের শিকার হচ্ছেন। ওম্বর মালেশিয়াতে থাকার কারণে তার ঘরের গেটের সামনে নেট দ্বারা বেড়া দিয়ে চলার পথ বন্ধ করে তার মা ও স্ত্রীকে গৃহবন্দী করে রেখেছে। যা এলাকার মেম্বারসহ বিভিন্ন মহলে বিচার চেয়েও কোন বিচার পাচ্ছেন না প্রবাসীর পরিবারটি। 

অভিযোগকারী তাহমিনা বেগম (৩২) জানান, আমার স্বামী একজন মালেশিয়া প্রবাসী। আমার শশুর মৃত আবু তালেবের পৈতৃক সূত্রে পাওয়া সম্পদে আমার শাশুড়ি ও দুই কন্যা সন্তান নিয়ে বসতবাড়িতে বসবাস করে আসছি। বিবাদীগণ আমার চাচা শশুর পাশাপাশি বাড়ি, তাদের সাথে আমাদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ। জমি জায়গা আমার দাদা শশুরের নামে রেকর্ড থাকায় তারা আমার শশুরের সম্পত্তি জবর দখলের পায়তারা করে আসতেছে। ঘটনার দিন আমি আমার অসুস্থ মেয়েকে নিয়ে হসপিটালে থাকায় সকল বিবাদীগণ আমার বসতঘরের গেটের সামনে নেটের বেড়া দিয়ে চলার পথ বন্ধ করে দেয়। আমি বাসায় ফিরে আমার অসুস্থ মেয়েকে নিয়ে ঘরে প্রবেশ করার জন্য আমার শাশুড়ি নেট নিচু করলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে দেশিয় অস্ত্র নিয়ে আমার ঘরে ঢুকে আমাকে মারপিটসহ শ্লিলতাহানির চেষ্টা করে। 

মারপিটের এক পর্যায়ে আমার মেয়েকে দেখতে আশা আমার বোন জামায় মনিরুল বাঁধা দিলে তাকেও মারপিট করে গুরুতর জখম করে। পরে আমার ভাই ও প্রতিবেশীরা এসে আমার বোন জামাই মনিরুলকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন, বর্তমানে সে চিকিৎসা নিচ্ছেন। এবং আমাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

ওম্বরের মা জানান, এই জমি জায়গায় সব আমর শশুরের আমরা স্বামী বেঁচে থাকতে এই জমি ভাগাভাগি করে ঘরবাড়ি বেঁধে রেখে গেছেন। পরবর্তীতে আমার ননদের অংশের তিন কাঠা জমি মধ্যে দুই কাঠা বিক্রয় করে এবং এক কাঠা জমি সকল ভাইদেরকে দিয়ে যায়। এখন সেই এক কাঠা জমি এই জমির সাথে মিলিত করে ভাগ করে আমার ভাগের জমির দখল করার জন্য আমার ঘরের গেটের সামনে নেট দ্বারা বেড়া দিয়ে আমাদেরকে গৃহবন্দী করে রাখছে। আমার পুতনি অসুস্থ থাকায় নেট নিচু করে চলাচল করতে গেলে আমার দেবরসহ তার ছেলেরা মিলে আমাদের উপর হামলা চালিয়েছে। বর্তমানে আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি। 

স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, বিবাদীরা দীর্ঘদিন যাবৎ প্রবাসী পরিবার টির উপর অত্যাচার করে আসছে। আমি এর আগে তিন বার মীমাংসা করছি, কিন্তু কিছু দিন যেতে না যেতেই তারা আবারও পরিবারটির উপর বিভিন্ন ভাবে অত্যাচার শুরু করেছে। তারই ধারাবাহিকতাই গতকাল তাদের উপরে আবারও হামলা করছে বলে আমি শুনেছি। 

শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম জানান, এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে, পুলিশ তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  শার্শা   নির্যাতনের   অভিযোগ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত