সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
পাংশায় দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ১০:৪৩ AM

রাজবাড়ীর পাংশায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে  দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। পত্রিকাটি ১০ বছর পেরিয়ে ১১ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

দৈনিক আমার সংবাদের পাংশা উপজেলা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসানের আয়োজনে সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় পাংশা শহরের আব্দুল মালেক প্লাজার বিশ্বাস কমিউনিটি সেন্টারে এ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পাংশা প্রেসক্লাবের সভাপতি এস এম রাসেল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান (ওদুদ),নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, ভাইস-চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ আলী বাদশা, সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির, সিনিয়র সাংবাদিক জিন্নাহ আলী সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক পাঠক ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ।

এ সময় অনুষ্ঠানে অতিথিরা দৈনিক আমার সংবাদ পত্রিকার সফলতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পত্রিকাটি আরও অনেক দূর এগিয়ে যাবে সেই আশা ব্যক্ত করে। সেইসাথে পত্রিকাটির সম্পাদক প্রকাশক ও কলাকৌশলীদের কে ধন্যবাদ জানান।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত