সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
চীনের মধ্যস্থতা নিয়ে হোয়াইট হাউসের মন্তব্য
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ১২:৩২ PM
দীর্ঘ সাত বছরের দ্বন্দ্ব ভুলে কূটনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক পুনরায় আরম্ভ করতে সম্মত হয়েছে সৌদি আরব ও ইরান। মধ্যপ্রাচ্যের এই দুই প্রভাবশালী দেশের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনে মধ্যস্থতাকারীর ভূমিকা রেখেছে চীন। 

বিশ্লেষকরা বলেছেন, এটি অস্বাভাবিক ঘটনা। এতে মধ্যপ্রাচ্যে চীনের প্রভাব বাড়বে। যুক্তরাষ্ট্রের জন্য এটি ভালো উদাহরণ নয়। তবে হোয়াইট হাউস বলছে, ‘চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন যুক্তরাষ্ট্রের স্বার্থ-বিরোধী নয়।’

সোমবার হোয়াইট হাউস আরও বলেছে, সৌদি আরব ও ইরানের মধ্যে সমঝোতা করার মতো অবস্থানে যুক্তরাষ্ট্র ছিল না, এখনও নেই। মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাসে চীনের উদ্যোগ আমেরিকার মৌলিক স্বার্থপরিপন্থী কিছু নয়।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ‘আমাদের জায়গা থেকে উত্তেজনা হ্রাসে অনেক চেষ্টা করেছি। এ বিষয়ে (সৌদি আরব- ইরান নিয়ে) যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি হলো- দুই পক্ষের মধ্যে উত্তেজনা হ্রাসে অন্যান্য দেশ যেমন চীনের উদ্যোগ, মৌলিকভাবে যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী কিছু নয়।’ ইরান-সৌদির মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের উদ্যোগকে মধ্যপ্রাচ্যের জন্য ‘ইতিবাচক’ বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: আল আরাবিয়া

বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত