শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
জাতীয়করণের দাবিতে ভূঞাপুরে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি
কোরবান আলী তালুকদার, ভূঞাপুর (টাঙ্গাইল)
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৪:১৪ PM

"বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন করতে হবে জাতীয়করণ" এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে কর্মবিরতি পালন করেছেন শিক্ষক কর্মচারীবৃন্দ।

মঙ্গলবার (১৪ ফব্রুয়ারি) সকালে নিজ বিদ্যালয়ের শহীদ মিনারে এ কর্মবিরতি পালন করা হয়। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষক কর্মচারীদের সাথে কর্মবিরতিতে অংশগ্রহণ করে।

এসময় মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি তুলে ধরে বক্তব্য রাখেন- গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলী, সহকারী প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাক, সিনিয়র শিক্ষক সুবাস চন্দ্র পাল, আকরাম হোসেন, সহকারী শিক্ষক লতিফ তালুকদার, আব্দুল মজিদ মন্ডল, হাবিবুর রহমান হাবিব, সাইফুল ইসলাম, শাহ আলম, আসমাউল হুসনা রুমি সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

শিক্ষকরা তাদের বক্তব্যের মাধ্যমে সরকারি মাধ্যমিক -বেসরকারি বৈষম্য দূরীকরণ সহ মাধ্যমিক স্তরের শিক্ষক কর্মচারিদের সর্বনিম্ন বেতন গ্রেড, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাথে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের সুযোগ সুবিধা ও বেতন বৈষম্য তুলে ধরে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান দূত সময়ের মধ্যে জাতিয়করণের জোর দাবি জানানো হয়।

বাবু/ এনবি
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কর্মবিরতি   পালন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত