রবিবার ২৭ জুলাই ২০২৫ ১২ শ্রাবণ ১৪৩২
রবিবার ২৭ জুলাই ২০২৫
প্রযুক্তিখাতে নতুন আলোড়ন সৃষ্টি করবে ‘জিপিটি-৪’
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৪:১৫ PM

ওপেন এআই এর কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির সর্বশেষ সংস্করণ হিসেবে উন্মুক্ত হতে যাচ্ছে ‘জিপিটি-৪। প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট জার্মানির একজন নির্বাহী কর্মকর্তা (সিটিও) আন্দ্রেয়াস ব্রাউন এক সাক্ষাতে বলেছেন, আগামী সপ্তাহেই উন্মুক্ত হতে পারে ‘জিপিটি-৪’।

এদিকে ফোর্বস বিজনেস কাউন্সিলের সদস্য চার্লস ওউজি সামাজিক যোগাযোগমাধ্য ফেসবুকের ভ্যারিফায়েড একাউন্ট থেকে এক স্ট্যাটাসে চ্যাটজিপিটি-৪ সম্পর্কে বিভিন্ন ধারণা দিয়েছেন।

ওউজি তার স্ট্যাটাসে বলেছেন, বর্তমান চ্যাটজিপিটি-৩.৫ থেকেও ৫০০ গুণ শক্তিশালী হতে যাচ্ছে জিপিটি-৪। যেখানে চ্যাটজিপিটি-৩.৫ এ ব্যবহৃত হয়েছে ১৭৫ বিলিয়ন মেশিন লার্নিং প্যারামিটার। সেখানে জিপিটি-৪ ভার্সনে ১০০ ট্রিলিয়ন প্যারামিটার। যেখানে চ্যাটজিপিটি-৩.৫ কেবল চ্যাট করতে সক্ষম সেখানে জিপিটি-৪ ভিডিও, ছবি, সাউন্ডের মতো ডেটাও প্রসেস করতে পারবে।

জিপিটি-৪ এর দিকে ইংগিত করে তিনি আরও দাবি করেন, সামনের সপ্তাহের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা চলচ্চিত্রের স্ক্রিপ্ট লিখবে, চরিত্র তৈরি করবে এবং মনুষ্য অংশগ্রহণ ছাড়াই পুরো চলচ্চিত্র প্রযোজনা করতে পারবে। পাশাপাশি তিনি দাবি করেন, এর মাধ্যমে ২০০ পৃষ্ঠার বই একদিনে লিখে ফেলা সম্ভব হবে।

কিন্তু ফোর্বসেরই অপর এক প্রতিবেদন বলছে, চার্লস ওউজির অধিকাংশ দাবিই সম্ভবত সত্য নয়। চ্যাটজিপিটির নির্মাতা কোম্পানি ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান এরই মধ্যে জিপিটি-৪ এ ১০০ ট্রিলিয়ন মেশিন লার্নিং প্যারামিটার ব্যবহারের বিষয়টি উড়িয়ে দিয়েছেন।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, খুব সম্ভব নতুন করে মেশিন লার্নিং প্যারামিটারই যুক্ত করা হবে না। যদিও কিছু কিছু সূত্র থেকে দাবি করা হয়েছে, জিপিটি-৩ এর থেকে প্যারামিটার ১০০ গুণ বেশি থাকবে জিপিটি-৪’এ। সেক্ষেত্রেও তা ১৭ ট্রিলিয়নের বেশি হওয়ার কথা নয়।

একই সঙ্গে জিপিটি-৪’এ কোনো ইমেজ জেনারেটিং, গ্রাফিক্স এডিটিং বা ভিডিও এডিটিং-এর মতো কোনো ফিচার যুক্ত করা হচ্ছে না, এই বিষয়টি স্যাম অল্টম্যানই নিশ্চিত করেছেন বলে জানিয়েছে ফোর্বস। জিপিটি-৩ এর ধারাবাহিকতায় জিপিটি-৪ কেবল টেক্সট-অনলি মডেল হিসেবেই থাকছে।

তবে জিপিটি-৪ প্রোগ্রামিং ও গাণিতিক দক্ষতায় ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে। ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা অ্যানালাইসিস ও সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত ল্যাঙ্গুয়েজগুলো হলো জাভাস্ক্রিপ্ট, পাইথন ও সি++। জিপিটি-৪’এ এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কম্পিউটার কোড আরও দ্রুত ও বিস্তৃতভাবে লিখতে পারবে। ফলে কম্পিউটার প্রোগ্রামিং ও সফটওয়্যার খাতে এর ব্যবহার আরও বাড়বে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জিপিটি-৪   চ্যাটজিপিটি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত