বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫ ১৬ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫
সাভারে ডেইরি ফার্মে হামলা ও ভাঙচুর
আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)
প্রকাশ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩, ৪:৫৭ PM
চাঁদা না পেয়ে সাভারের একটি গরুর ডেইরি ফার্মে ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। বুধবার ভোর রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পাশে কেরানীগঞ্জের কানারচরের উত্তরপাড়া এলাকার প্রগতি ডেইরি ফার্মে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রগতি ডেইরি ফার্ম কর্তৃপক্ষ জানায়, সম্পতি তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর প্রগতি ট্যানারিতে গিয়ে কয়েক লক্ষ টাকা চাঁদা দাবি করেন কেরানীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামি ওমর ফারুক মিন্টু ও তার বাহিনী। পরে প্রগতি ট্যানারি কর্তৃপক্ষ চাঁদার টাকা দিতে অস্বীকার করলে ভোর রাতে মিন্টু ও তার বাহিনী প্রগতি ট্যানারির প্রগতি ডেইরি ফার্মে অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে দেওয়াল ভাঙচুর করে। 

এঘটনায় ফার্ম কর্তৃপক্ষ ভাঙচুরে বাধা প্রদান করলে সন্ত্রাসীরা তাদেরকে হত্যা করার হুমকি ধামকি দিয়ে চলে যায়। এঘটনার পর থেকে ওই ট্যানারির মালিক ও কর্মচারীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার খবর পেয়ে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে সন্ত্রাসী ওমর ফারুক মিন্টুসহ তার সহযোগীদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সাভারে   ডেইরি   ফার্মে   হামলা   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত