মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
বিনা টিকিটে ভ্রমণের দায়ে বনলতার ১৪ যাত্রীকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ১০:২৮ AM
বিনা টিকিটে ভ্রমণ করার দায়ে বনলতা এক্সপ্রেস ট্রেনের ১৪ যাত্রীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় তাদের এ জরিমানা করা হয়। 

এর আগে ঢাকার উদ্দেশে সকাল ৭টায় রাজশাহী রেলওয়ে স্টেশন ত্যাগ করে ট্রেনটি। 

জানা যায়, পশ্চিম রেলের জিএম অসীম কুমার তালুকদার ট্রেন যাত্রীদের টিকিট চেক করেন। তিনি ট্রেনের প্রতিটি বগি ঘুরে টিকিট যাচাই করেন। এসময় যে যাত্রীদের টিকিট নেই তাদের জরিমানার আওতায় আনেন। 

জিএম অসীম কুমার তালুকদার ঢাকা পোস্টকে বলেন, টিকিট ছাড়া কেউ রেল ভ্রমণ করতে পারবে না। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি। আজ বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে বনলতা এক্সপ্রেস ট্রেনের ১৪ যাত্রীকে জরিমানা করা হয়েছে। তাদের ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। সবমিলিয়ে নয় হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বাবু/পিকু
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত