বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
ডোমারে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৪:৩৯ PM

নীলফামারীর ডোমার উপজেলায় দিনব্যাপি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে এমসিএইচ-সার্ভিসেস ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কর্মশালাটির আয়োজন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবন আখতারের সভাপতিত্বে ভার্চুয়ালি যোগদান করে বক্তব্য দেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ন সচিব আবু নূর মো. শামসুজ্জামান। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর জাহাঙ্গীর আলম প্রধান কর্মশালার মূল বিষয় উপস্থাপন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা রংপুর বিভাগের পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, নীলফামারীর সিভিল সার্জন ডা.মো. হাসিবুর রহমান, নীলফামারী পরিবার পরিকল্পনা দপ্তরের উপ পরিচালক মো.মোজাম্মেল হক।

এছাড়াও ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী,পরিবার পরিকল্পনা কর্মকর্তা তবিবুর রহমান, ডা.ফারজানা আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালায় উপজেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, মিড ওয়াই, এফপিআই, এফডবি্লউভি, সিএমও, এনজিও কর্মী, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ একশত ৭৩জন অংশ গ্রহণ করেন।

বাবু/ এনবি
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কর্মশালা   উপজেলা   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত