রাজবাড়ীর দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতির নির্মাণাধীন ঘরের ভেতর থেকে মাটির চাপা দেওয়া এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম বা পরিচয় জানা যায়নি।
দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতির প্রকল্প কর্মকর্তা আতাউর রহমান মন্জু বলেন, মধ্যে রাত পর্যন্ত নৈশপ্রহরী ছিলো। নৈশপ্রহরী ঘুমানোর পর কে বা কারা নতুন ঘরের মেঝেতে যুবককে হত্যা করে মাটি চাপা দিয়ে রেখেছে। পরে পুলিশকে খবর দেই। পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা এক যুবকের বালু চাপা দেয়া মরদেহ উদ্ধার করা হয়েছে। পিবিআই ও সিআইডিকে জানানো হয়েছে, তাদের কাজ সম্পূর্ণ হলে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।
বাবু/ এনবি