ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) পুলিশ সুপার (স্থল ও নৌ বন্দর) মোঃ আশিকুল হক ভূইয়া।
বুধবার (১৫ মার্চ) বিকেলে ইমিগ্রেশন চেকপোস্টের সমসাময়িক বিভিন্ন কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় বন্ধ থাকা নির্মাণাধীন ইমিগ্রেশন ভবনসহ বিভিন্ন অবকাঠামো গুলো ঘুরে দেখেন।
ইমিগ্রেশন ভবনের নির্মাণ কাজ বন্ধসহ যাত্রী সেবার মান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, আমরা আশা করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে অতিদ্রুত নতুন নির্মাণাধীন ইমিগ্রেশন ভবনের অসমাপ্ত কাজ শুরু হবে।
তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সীমান্তের ১৫০ গজের ভিতরে ইমিগ্রেশন ও কাস্টমসের উন্নয়ন কাজ করতে কোন বাধা নেই তাতে দু -দেশ একমত পোষন করেছে। তারই প্রেক্ষিতে আখাউড়া ইমিগ্রেশন ভবনের অসম্পূর্ণ কাজটি দ্রুত শুরু হবে।
তিনি আরও বলেন, আশা করছি এই ভবনটি সম্পূর্ণ হলে যাত্রীদের যে দুর্ভোগ সেইটি আর থাকবে না। এক ভবনের ভিতরে সব সেবা দেওয়া সম্ভব হবে। তখন আমাদের লোকবল ও বৃদ্ধি পাবে সেই সাথে আগমনী ও বহির্গমন ডেস্ক এর সংখ্যাও বাড়বে। যাত্রী সেবার মান আরও উন্নত হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, জেলা পুলিশের ইন্টেলিজেন্ট অফিসার (ডিআইও) মোহাম্মদ শাহেদ উদ্দিন,আখাউড়া থানার ওসি (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম, ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস, এএসআই দেওয়ান মোর্শেদুল হক।
-বাবু/এনএইচ