শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
রায়পুরার বাঁশগাড়ীতে অস্ত্র গুলিসহ ৫ জন গ্রেফতার
এ.কে.এম সেলিম, রায়পুরা (নরসিংদী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৬:৫১ PM

নরসিংদীর রায়পুরার বাঁশগাড়িতে পুলিশের বিশেষ অভিযানে ২টি দেশীয় লোহার তৈরি ওয়ান সুটারগান আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড কার্তুজসহ ৫ জনকে গ্রেফতার করে থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে বাশঁগাড়ী ইউনিয়নের হাজীবাড়ি বালুয়াকান্দি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। 

বৃহস্পতিবার সকালে পুলিশ বাদী হয়ে রায়পুরা থানায় আগ্নেয়াস্ত্র বহন ও ব্যবহার আইন ১৮৭৮ ধারায় তাদের বিরুদ্ধে রায়পুরা থানায় মামলা হয়েছে। বিকেলে পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, আবু হানিফা (৩৫), ফারুক (৩১), রাসেল (৪০), আলী আজগর (২৯) এবং কবির (২৮)। তারা সকলে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থক। গত ২ জানুয়ারী থেকে অস্ত্র ও হাতবোমাসহ আশারাফুল হক কারাগারে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেন উপপরিদর্শক ইকবাল ইউসুফ। পুলিশ বলছেন তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

জানা যায়, বাঁশগাড়িতে বর্তমান ইউপি চেয়ারম্যান জাকির হোসেন রাতুল ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল হক গ্রুপের মধ্যে চলা আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচন দ্বন্দ চলে আসছিলো। দুই গ্রুপের মধ্যে কিছু দিন পর পর  দেশীয় অস্ত্র নিয়ে যুদ্ধ সংঘটিত হচ্ছে। এতে উভয় পক্ষের অনেক লোক নিহত হন। নিহতের পর চলে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর লুটপাট চাঁদার নামে চলে নৈরাজ্য।

রায়পুরা থানার উপপরিদর্শক ইকবাল ইউসুফ বলেন, "গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করি। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র রাখা, লুটপাট, ভাঙচুর ও অগ্নি সংযোগসহ একাধিক মামলা রয়েছে। তাদেরকে আজ বৃহস্প্রতিবার বিকেলে অস্ত্র আইনে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 

বাবু/ এনবি
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পুলিশ   গ্রেফতার   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত