রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
বেনাপোলে পুলিশের অভিযানে ৬ চোরাকারবারী আটক
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ৭:১১ PM

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী ও বিভিন্ন প্রসাধনীসহ ৬ জন চোরাকারবারী আটক। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার স্বরুপ নগর থানার সাকদাহ জাদবপুর গ্রামের আজগর মন্ডলের ছেলে কুদ্দুস মন্ডল, যশোর জেলার কোতোয়ালি থানার রামনগর খাঁপাড়া গ্রামের মৃত আব্দুস সুবহানের ছেলে মোঃমানিক মিয়া, বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মোঃ আব্দুর রশিদের ছেলে মোঃআলী হোসেন, বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মৃত সালেক শেখের ছেলে মোঃতরিকুল ইসলাম,বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মোঃ আব্দল আজিজের ছেলে মোঃইমরান হোসেন, বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামের মোঃইউসুফ আলীর ছেলে মোঃ  তানভির হোসেন।

নাভারন সার্কেলের এএসপি নিশাত আল নাহিয়ান জানান যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশে বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া সাকিনস্থ বেনাপোল স্থলবন্দরের ২২নং শেডের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী ও বিভিন্ন প্রসাধনী সহ ৬ জন চোরাকারবারী আটক করা হয়েছে। 

আটক কৃত শাড়ী ও বিভিন্ন প্রসাধনীর আনুমানিক বাজার মূল্য (১৮,৭৫০,৬০/-) আঠারো লক্ষ পঁচাত্তর হাজার ষাট টাকা। 

এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান,গ্রেফারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে।

বাবু/ এনবি
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চোরাকারবারী   আটক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত