শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
আওয়ামী লীগের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ১২:৫৫ PM
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সবসময় বলে আসছি যে, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের ছত্রছায়ায় দেশের কোথাও কোনো নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, জনগণের ভোটাধিকারে বিশ্বাসী নয়। বিগত ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচন ও বিভিন্ন স্তরের স্থানীয় নির্বাচনে আগে তা বারবার প্রমাণিত হয়েছে। সর্বশেষ প্রমাণিত হলো সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে।

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।এই নির্বাচন বাতিল করে পুনরায় তা দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির এই নেতা।  
  
তিনি আরও বলেন, এর আগে ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনেও একই ধরনের প্রহসন করা হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল, দেশের সাধার মানুষের আইনের আশ্রয় নেওয়ার শেষ ভরসাস্থল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীদের সমিতিতে তারা (আওয়ামী লীগ) নগ্ন হস্তক্ষেপ থেকে বিরত থাকবে। কিন্তু নির্বাচনের নামে সেখানে প্রহসন করা হলো।

বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   বিএনপি   আওয়ামী লীগ   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত