বাংলাদেশ আওয়ামীলীগ টাঙ্গাইলের কালিহাতী উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) সকালে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, বিশেষ মোনাজাত ও মিষ্টি বিতরণ।
আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আফাজ উদ্দিন, আবু মোহাম্মদ জিন্নাহ, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল কাদের, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আতোয়ার রহমান সিদ্দিকী স্বপন, সাবেক সদস্য আসলাম সিদ্দিকী ভূট্টো, কালিহাতী পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান তুহিন, কালিহাতী পৌর ছাত্রলীগের সভাপতি আল হাদী নিশাত ও কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নাইমুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাবু/ এনবি