শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
ঝালকাঠিতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
খান বশির, নলছিটি (ঝালকাঠি)
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৭:৫৬ PM
ঝালকাঠির নলছিটিতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার দপদপিয়া ইউনিয়ন সংলগ্ন সুগন্ধা নদীতে ভাসমান একটি লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশ এসে নদী থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া লাশের গায়ে পাঞ্জাবি রয়েছে এবং তার দাড়ি দেখে বোঝা যাচ্ছে ব্যক্তিটি মাঝ বয়সী হবেন। এছাড়া তার পাঞ্জাবির পকেটে কিছু টাকা পাওয়া গিয়েছে।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জানান, বিকেলে আছর নামাজ বাদ যখন মুসল্লীরা নদীরপাড় সংলগ্ন মসজিদ থেকে বের হচ্ছেন তখন নদীতে ভাসমান লাশটি দেখতে পান। তখন মুসল্লীরা নলছিটি থানা পুলিশকে খবর দেয়। তারা এসে  লাশ উদ্ধার করে। 

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নদীতে ভাসমান অবস্থায় একটি মাঝ বয়সী ব্যক্তির অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। লাশটি ঝালকাঠি মর্গে প্রেরণ করা হবে। সেখানে ময়নাতদন্তের রিপোর্টের মাধ্যমে তার মৃত্যুর কারণ জানা যাবে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ঝালকাঠি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত