বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫ ১৯ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
কালিহাতীতে তাঁত সেবা সার্ভিস সেন্টারের উদ্বোধন
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৪:১০ PM

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার টেংগুরিয়ায় তাঁত সেবা সার্ভিস সেন্টারের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকালে প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ ।

বাংলাদেশ তাতঁ বোর্ডের চেয়ারম্যান মো.ইউসুফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ তাঁত বোর্ডের সদস্য (যুগ্ম সচিব) গাজী মো.রেজাউল করিম, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রসাশক আইরিন আক্তার, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল হুসেইন, কোকডহড়া ইউপি চেয়ারম্যান মো নুরুল ইসলাম প্রমুখ। 

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সার্ভিস সেন্টারের ব্যবস্থাপক (অপা:) কেন্দ্র ইনচার্জ মো.মনজুরুল ইসলাম, বল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশিদুল হাসান লাভলু, বল্লা বাজার তাঁতী কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম,পরিচালক ও প্রসাশন সুকুমার সাহা প্রমুখ।

উল্লেখ্য, এ সার্ভিস সেন্টারের মাধ্যমে  তাঁতীদের বিভিন্ন প্রকারের ১৩ টি সেবা মূলক নামমাত্র মূলে সার্ভিস দেওয়া হবে। যার গুণগতমান প্রধানমন্ত্রীর ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে।

বাবু/ এনবি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  তাঁত   উদ্বোধন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত