গানের আসর, অশ্লীল নৃত্য, অশালীন পোষাক পরিধানসহ নানা অনিয়ম ও শর্ত না মানায় নেত্রকোনার পূর্বধলায় হ্যালিপ্যাড মাঠে ১২ দিনব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প বাণিজ্য মেলা বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। ১২ দিনব্যাপী এই মেলা গত ৮ মার্চ শুরু হয়ে ২০ মার্চ পর্যন্ত চলার কথা ছিলো।
বৃহস্পতিবার (১৬ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স এ নির্দেশ দেন।
জানা গেছে, মেলা আয়োজক কমিটি কোন প্রকার নিয়মের তোয়াক্কা না করে শর্ত ভঙ্গ করে মেলার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ২১টি শর্ত প্রতিপালন সাপেক্ষে পূর্বধলা প্রেসক্লাবের নামে আয়োজনের লক্ষ্যে জেলা ম্যাজিস্ট্রেট অনুমোদন দেয়।
অনুমতিপত্র অনুযায়ী মেলায় কোন প্রকার গানের আসর বসানো যাবে না। নামাজের সময় অনুষ্ঠান বন্ধ রাখা এবং মাইক ব্যবহার না করা, সন্ধ্যা ৬টার মধ্যে মেলার সমস্ত কার্যক্রম বন্ধ করার নির্দেশনা থাকলেও তা অমান্য করে রাত পর্যন্ত গানের আসর চলে। এছাড়াও সার্কাসের নামে চলছে অশালীন নৃত্য যা সোশ্যাল মিডিয়ায় সরাসরি লাইভ সম্প্রচার হয়েছে। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, নিয়ম বহির্ভূতভাবে নির্দেশনা অমান্য করে মেলা পরিচালনা করার জন্য মেলার সমন্ত কার্যক্রম বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।
-বাবু/এনএইচ